হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১৬:০১ পিএম
হিলি বন্দর বাজার। প্রবা ফটো
শুরু হতে যাচ্ছে পবিত্র মাহেরমজান। আর এবার রমজান মাসেও দিনাজপুরের হিলি বন্দর বাজারে স্বাভাবিক থাকবে আদা, রসুন ও পেঁয়াজের দাম। দেশে পেঁয়াজ ও রসুনের ফলন বৃদ্ধি এবং ভারত থেকে পর্যাপ্ত আদার আমদানি হওয়া বাজার দর স্বাভাবিক থাকবে বলছেন ব্যবসায়ীরা। বাজারে এসব মসলা জাতীয় পণ্যের দাম কম থাকায় খুশি সাধারণ ক্রেতারা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বন্দর বাজার ঘুরে জানা যায়, প্রতি বছর রমজান মাস আসার পূর্বের বৃদ্ধি পেতে থাকে আদা, রসুন ও পেঁয়াজের দাম। তবে এবার রমজানে অনেকটা কমের দিকে এসব পণ্যের দাম।
এক সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজের দাম কেজিতে ৭ টাকা। ৩৫ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। এক মাসের ব্যবধানে আদা-রসুনের দাম কমেছে কেজিতে ১০০ টাকা। ২০০ টাকা কেজি দরের আদা-রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দাম কমে যাওয়ায় খুশি সাধারণ নিম্ন আয়ের মানুষ।
একজন অটো রিকশাচালক বদিউর হোসেন বলেন, আমরা গরীব মানুষ, স্বল্প আয় হয়ে থাকে। রমজান মাসে জিনিসপাতির দাম কম বা স্বাভাবিক থাকলে আমাদের জন্য সংসার চালাতে সুবিধা হয়।
হিলি বাজারে মসলা কিনতে আসা আক্কাস আলী বলেন, প্রতি বছর রমজান মাস আসার আগেই বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এবার চিত্রটা অনেকটাই আলাদা। পেঁয়াজ, আদা ও রসূনের দামটা অনেকটা স্বাভাবিক। রমজান উপলক্ষে এবং দাম কম থাকা এসব পণ্য বেশি করে কিনলাম।
হিলি বাজারে আদা, রসুন ও পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেন, রমজানকে ঘিরে এই বন্দরে দিয়ে আদা আমদানি বৃদ্ধি পেয়েছে। যার কারণে ২০০ টাকার আদা বর্তমান বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দর। দেশে বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ-রসুনের চাষাবাদ। ২২০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি হিসেবে। আবার ৩৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আশা করছি রমজান মাসে তেমন দাম বৃদ্ধি পাবে না।