× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাস পর নাফ নদের ওপারে বিকট বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ১১:৩৪ এএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ১১:৪২ এএম

নাফ নদ। ফাইল ফটো

নাফ নদ। ফাইল ফটো

দীর্ঘ প্রায় তিন মাসের বিরতির পর কক্সবাজারের টেকনাফের নাফ নদ সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে বিকট বিস্ফোরণের শব্দ ভেসে এসেছে। এতে ভূকম্পনের মতো কেঁপে উঠেছে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমার অভ্যন্তরে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথম বিস্ফোরণের পর ৫ থেকে ১০ মিনিটের ব্যবধানে আরেকটি বিস্ফোরণ ঘটে।

ইউপি সদস্য এনামুল হক জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে এতে টেকনাফের বসতঘর ও স্থাপনায় ফাটল ধরেছে। স্থানীয়রা প্রথমে ভূমিকম্প ভেবে ভুল করলেও পরে বুঝতে পারেন এটি মিয়ানমারে সংঘটিত বোমা হামলা।

এ ঘটনায় সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ঘটনার পরপরই বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করে সীমান্তে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর সীমান্তের ওপারে একই ধরনের বিস্ফোরণ ঘটে। দুই দিন পর ৮ ডিসেম্বর মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসহ সীমান্তের অধিকাংশ এলাকায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে আন্তর্জাতিক গণমাধ্যমে বিবৃতি দিয়েছিল। এরপর সীমান্তে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা