× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজার

এবার ইজিবাইকসহ চালককে অপহরণ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ‘মুক্তিপণের দাবিতে’ ব্যাটারিচালিত ইজিবাইকসহ চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেরিন ড্রাইভের জাহাজপুরা এলাকায় এই ঘটনা ঘটে।

অপহৃত মোহাম্মদ ফারুক টেকনাফের বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুকের স্বজনদের বরাতে তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল ফারুক। পথিমধ্যে জাহাজপুরা এলাকায় পৌঁছলে ৩/৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে ইজিবাইকসহ তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়। রাতে বাড়িতে না ফেরায় স্বজনরা মো. ফারুককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। মধ্যরাতে এক পর্যায়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পরিবারের স্বজনদের মোবাইলফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।’

শুক্রবার বেলা ১২টা পর্যন্ত অপহৃতের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে স্থানীয় এই ইউপি সদস্য জানান, ঘটনার ব্যাপারে টেকনাফ থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানান, ঘটনার ব্যাপারে কারও কাছ থেকে কোনো ধরণের অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টির খোঁজ খবর নিয়ে সত্যতা পেলে অপহৃত উদ্ধারে পুলিশ ব্যবস্থা নেবে।

এদিকে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার পাহাড় থেকে দুই কৃষক অপহৃত হয়েছিল।

অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ ও  আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন। তাদের ছেড়ে দিতে স্বজনদের কাছে দুর্বৃত্তরা ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে গত চার দিনেও ওই দুইজন ছাড়া পায়নি।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে, একই সময়ে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা