নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ১৮:২৮ পিএম
মুলাদী থানা। ছবি : সংগৃহীত
বরিশালের মুলাদীতে নবম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের বিচার চাইতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন বাবা। আহত অবস্থায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরকালেখান ইউনিয়নের গলইভাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই ছাত্রী উপজেলার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবার নাম আনোয়ার মাতুব্বর। তিনি বিচার চাইতে গিয়ে হামলার শিকার হন।
গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকালে আমার স্কুলছাত্রীর পথরোধ করে হাত ধরে টানাহেঁচড়া করে নাঈম। এ ঘটনায় বিচারের জন্য আনোয়ার মাতুব্বর অভিযোগ জানায়। এ বিষয়ে অভিযুক্তদেরকে নোটিস দেওয়া হয়েছিল। এ ঘটনার জের ধরে ছাত্রীর বাবাকে মারধরের ঘটনা শুনেছি।
এ ঘটনায় বিচারের দাবি করেছে ভুক্তভোগীরা। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন ধরেনি।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ঘটনার বিষয়ে মোবাইল ফোনে অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।