× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের পাঁয়তারা

বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে একটি চক্র গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা বিনষ্টে পাঁয়তারা করছে। গত কয়েকমাস ধরে চক্রটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে টার্গেট করে অপপ্রচার করছেন।

সম্প্রতি বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের ছবি ব্যবহার ও মিথ্যা তথ্য দিয়ে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপপ্রচার চালানো হয়।

এ বিষয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি বোয়ালখালী থানায় জিডি করেছেন। একইভাবে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এ ব্যাপারে নুরুন্নবী চৌধুরী আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন।

পুলিশ জানায়, এ অপতৎপরতার বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। হঠাৎ করে ফেইসবুকে অপপ্রচার চালিয়ে অপরাধ সংগঠিত করতে একটি মহল সক্রিয় হয়ে ওঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অতি গুরুত্ব দিয়ে নজরদারি করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজনৈতিক মতভেদ, জায়গা-জমির বিরোধ, পারিবারিক বিরোধ এবং সামাজিক বিরোধের জেরেও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া বেনামে খোলা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে গুজব রটিয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করছে একটি মহল।

সাংবাদিক এসএম মোদ্দাচ্ছের বলেন, গত ২৫ ফেব্রুয়ারি থেকে কে বা কারা ফেসবুকে ছবি ও মিথ্যা তথ্য পরিবেশন করে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি হুমকিমূলক হওয়ায় নিরাপত্তার স্বার্থে বোয়ালখালী থানায় জিডি করে রেখেছি। এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। অতিদ্রুত সময়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে বলে জানান মোদ্দাচ্ছের।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে- এমন অভিযোগে বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের জিডি করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

ফেসবুকে অপপ্রচারের বিষয়ে ওসি গোলাম সরোয়ার বলেন, গুজব ও অপপ্রচার চালিয়ে যাতে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। এছাড়া ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপ্রীতিকর ও উসকানিমূলক তথ্য পেলে থানা পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা