চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭ পিএম
চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপনে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান। প্রবা ফটো
সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে বিএনপি একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান বলেছেন, ‘এজন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাসী, অবিশাসী, সংশয়বাদী নির্বিশেষে এই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে, এটাই বিএনপির নীতি।’
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ন্যায়বিচার ও আইনের শাসন যদি দেশে না থাকে, তাহলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়। সাড়ে পাঁচ হাজার বছর আগে যখন হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ মথুরায় অবতীর্ণ হন, তখন কংস ছিল অত্যাচারী শাসক। শ্রীকৃষ্ণ সেই অত্যাচারী শাসককে বিনাশ করেন। একইভাবে এক দশকের বেশি সময় ধরে দেশে কংসের মতো স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। দল-মত নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। জনগণের প্রত্যক্ষ ভোটে জণগণের সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ গণতন্ত্র নিরাপদ নয়।’
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছর আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে একটি গোষ্ঠী। এই সত্যি কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।