× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাঠি মিছিল শেষে পুড়ানো হলো কথিত ‘পীর রহিম বাবার মাজার’

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১ পিএম

পুড়ছে কথিত পীর রহিম শাহ ভাণ্ডারি বাবার মাজার। প্রবা ফটো

পুড়ছে কথিত পীর রহিম শাহ ভাণ্ডারি বাবার মাজার। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে লাঠি মিছিল শেষে কথিত পীর রহিম শাহ ভাণ্ডারি বাবার মাজার আগুনে পুড়িয়ে দিয়েছে তৌহিদি জনতা। এ পীরের অনুসারী স্থানীয় ভাণ্ডারি দলের মাধ্যমে কুরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে এ মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষুব্ধরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ ও লাঠি মিছিল বের হয়। পরে মাজারে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মাজার এলাকার বিভিন্ন স্থাপনা ও ওরসের নামে গান-বাজনা, খাবার আয়োজনের বিভিন্ন সামগ্রী ভাঙচুর-আগুন ও লুটপাট করা হয়।

স্থানীয় জনতা অভিযোগ করে জানান, কথিত পীরের এ মাজারে অসামাজিক কার্যকলাপ, জিকিরে নারী-পুরুষ একত্র হয়ে গান-বাজনা ও ভণ্ডামি করে থাকে। এগুলো কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।

মুসল্লিরা আরও বলেন, এ অনৈতিক কাজ বন্ধের দাবিতে আমরা এর আগে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছি। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপিও দিয়েছি। কিন্তু এর পরও কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় আমরা আজ নিজেরাই দায়িত্ব নিয়েছি। ইসলাম ও ধর্মের নামে কোনো ধরনের নোংরামি আমরা ধর্মপ্রাণ তৌহিদি জনতা কোনোভাবেই বরদাশত করব না।

খবর পেয়ে ইউএনও রফিকুল ইসলাম, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ্‌, ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক ঘটনাস্থলে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা