× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী ফাউন্ডেশনের কিরাত প্রতিযোগিতায় উজিরপুরের সাইফ আলমের সাফল্য

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২ পিএম

ইসলামী ফাউন্ডেশনের কিরাত প্রতিযোগিতায় উজিরপুরের সাইফ আলমের সাফল্য

বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫  এ কিরাতে  অংশ নিয়ে সারা দেশের অসংখ্য প্রতিযোগীকে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করছে উজিরপুরের শিকারপুর মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র সাইফ আলম।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) ঢাকা ইসলামী ফাউন্ডেশন মিলন আয়তনে  এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) সালাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরণ করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক। অতিথিরা বিজয়ীদের হাতে মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। 

সাইফ আলমের দ্বিতীয় স্থান অধিকারে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মীর সোহরাব হোসেন বলেন, ‘এটা আমাদের সার্থকতা। একই সঙ্গে বিজয়ী সাইফ আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন।’ তিনি আরও বলেন ‘এখানে আমাদের দুটি মাদ্রাসা রয়েছে, যেখানে মহিলা ও পুরুষ মাদরাসা মিলিয়ে ষোলশ শিক্ষার্থী রয়েছে। অভিজ্ঞ শিক্ষকদের নিরালস চেষ্টায় দক্ষিণাঞ্চলের এ প্রতিষ্ঠান দুটি সবার মুখ উজ্জ্বল করবে। একই সঙ্গে আমরা ইসলামী শিক্ষাকে আধুনিকীকরণ করতে স্থানীয়দেরকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা