জমি নিয়ে বিরোধ
ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৭ পিএম
সফিকুল ইসলাম সুফি। ফাইল ফটো
ঝিনাইদহের শৈলকুপায় আপন দুই ভাইয়ের জমি নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রতিবেশি সফিকুল ইসলাম সুফি শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুফী শেখ বন্দেখালী গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী।
আহতরা হলেন, বন্দেখালী গ্রামের সামছুল, ফিরোজ এবং সবুজ।
হামলার পরপর হামলাকারী ইদ্রিস আলী ইদু পালানোর সময় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
স্থনীয়রা জানান, দীর্ঘদিন ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের মোবারোক জোয়ার্দ্দারের ছেলে শাকেন জোয়ার্দ্দার ও ইদ্রিস আলী ওরফে ইদুর মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে শাকেনের বাড়ির কলাগাছ কেটে জমি দখলের চেষ্টা করে ইদ্রিস আলী। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে প্রতিবেশি সুফি শেখ ছুটে গেলে ইদুর ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন তিনি। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
আটক ইদ্রিস আলী ইদুর ভাতিজা সাবিনা খাতুন জানান, ‘প্রায়ই তার চাচা ইদু জমি নিয়ে তাদের ওপর চড়াও হয়। শুক্রবারেও সে একই ঘটনা ঘটাতে আসে। এ সময় চাচার আক্রমণ থামাতে আসেন প্রতিবেশি সুফি শেখ। ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয়।’
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, শুক্রবার সকালে বন্দেখালী গ্রামে জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর তা থামাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় প্রতিবেশি সুফি সেখ নামের এক ব্যক্তি। এ ঘটনায় হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে মরদেহ ফরিদপুর মেডিকেলে রয়েছে। এঘটনায় এখনো মামলা হয়নি।