× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে রাইজিং গ্রুপের কারখানায় ডাকাতি, গ্রেপ্তার ১২

মানিকগঞ্জ ও সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

মানিকগঞ্জের সাটুরিয়ায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসোরিজ লিমিটেডে ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনার পর থেকে বিভিন্ন সময় পাবনার চাটমোহর এবং ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি রাতে সাটুরিয়ায় রাইজিং গ্রুপের পপুলার প্যাকেজ অ্যান্ড এক্সেসোরিজ লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো- শরীফ, মো. লাল চান, মো. রাসেল ওরফে আলামিন, মো. মোকাদ্দেছ, হৃদয় হাসান, মো. কাউছার, মো. জাহাঙ্গীর আলী, জাহিদ হাসান, মো. আবু সাইদ, স্বপন মিয়া, সাজেদুল শেখ এবং লিয়াকত আলী।

পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার পর ২০-২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে ফ্যাক্টরির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে এবং ফিনিশিং ফ্লোরে থাকা ডাইং পলিব্যাগ ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়।

রাত ৪টা ২০ মিনিটের দিকে এক কর্মচারী কৌশলে হাতের বাঁধন খুলে ঢাকায় অবস্থানরত ফ্যাক্টরির ম্যানেজার মো. সাহেব আলীকে ফোন করে বিষয়টি জানান। পরে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর প্রথমে পাবনার চাটমোহর থেকে আসামি শরীফকে গ্রেপ্তার করা হয়, যার কাছ থেকে লুণ্ঠিত দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, তিনটি ছ্যানদা, চাপাতি, চারটি কাটার, হ্যান্ড গ্লাভস, মুখোশ ও মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হলে আসামি লিয়াকত আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানোবেন্দ্র বালো বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলাটি তদন্তাধীন। শিগগিরই আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা