× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িচংয়ে মাদককে না বলে খেলাকে বেছে নিয়েছে তরুণরা : ব্যারিস্টার মামুন

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম

বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নে এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নে এ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বুড়িচং উপজেলার তরুণরা মাদককে না বলে খেলাকে বেছে নিয়েছে। খেলাধুলা হচ্ছে শিক্ষার অংশ। পরাজয়কে যে মেনে নিতে পারে সে হচ্ছে একজন আদর্শ মানুষ। আজকে এ খেলাধুলা স্কুলপ্রতিষ্ঠানে করার কথা ছিল কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া বিষয়ক শিক্ষক না থাকায় খেলাধুলা গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে।’ 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের মিথলমায় ‘শফিক রহমান দুলাল (আমেরিকা প্রবাসী) ডাবল ফ্রিজ কাপ মিনি’ ক্রিকেট টুর্নামেন্টে লুৎফুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এসব কথা বলেন। 

এছাড়াও তিনি বলেন, ‘এখানে সর্বোচ্চ লড়াইয়ে দুইটা দল অংশগ্রহণ করেছে। খেলায় জয় পরাজয় থাকবে। আজকে যারা পরাজয় হয়েছে তারা অনেক ভালো খেলেছে। ক্রিকেট খেলাটা হচ্ছে একটা সমুদ্রের ঝড়ের মতো। কখন কি হয় সেটা বলা যায় না। আজকের খেলায় তা দেখা গেছে। খেলাটা বাঘে- সিংহের ছিল। আগামীতে আপনারা সবাই হাতে-হাত মিলিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। গ্রাম থেকে ভালো মানের মানুষ তৈরি হয়। আমি বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখান থেকে ভালো জায়গায় যাবে। 

ক্রিকেট খেলায় প্রধান বক্তার বক্তব্যে বুড়িচং উপজেলা বিএনপি সভাপতি এ টি এম মিজানুর রহমান বলেন, ‘আজকের খেলায় প্রযুক্তি ব্যবহার করে দারুণ খেলা উপহার দিয়েছে। খেলা পরিচালনা করার জন্য কমিটি মোবাইল, ক্যামেরাসহ প্রযুক্তি ব্যবহার করেছে; যা দারুণ কাজ ছিল। আমরা দীর্ঘ সময় একটা খারাপ পরিস্থিতি মধ্যে ছিলাম। আমরা চাই তোমরা খেলাধুলার মধ্যে থাকবে। এতে করে তরুণ সমাজরা মাদকে আসক্ত হবে না।’ 

ক্রিকেটে খেয়াল নোয়াপাড়া একাদশকে  হারিয়ে বিহাড়মন্ডল একাদশ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ছিল ওয়ালটন কোম্পানির ফ্রিজ। দুই দলের মধ্যে অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দেন।

এছাড়াও ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. ছালাউদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ডা. টিপু সুলতান, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের বিএনপির সভাপতি আমির হোসেন বাদল, বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম। এছাড়াও খেলার প্রধান সমন্বয়কারী জাপান প্রবাসী কবির আহম্মেদ, মো. নজরুল ইসলাম ও মো. নাসিম। 

খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন মোকাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাসিকুর রহমান ও মো. জাকির মেম্বার। এছাড়াও খেলার কমিটি পরিচালকের দায়িত্বে ছিল মো. গাজী, রুহুল আমিন, আরিফুল ইসলাম টিটু, মামুনুর রশিদ, মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম রাজু, ইকরামুল হাসান, তরিফুল ইসলাম, ছানাউল্লাহ, রিপন, সুমন, মাহাবুব, সাঈদ, পিয়াস, সজিব, রাকিব, আরাফাত, সাকিব, মিরাজসহ এলাকার তরুণ, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা