× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দর সমাজ গড়তে সুন্দর মনের মানুষের প্রয়োজন : মাহমুদুন্নবী

বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৭ পিএম

সুন্দর সমাজ গড়তে সুন্দর মনের মানুষের প্রয়োজন : মাহমুদুন্নবী

বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বরিশাল -৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, ‘বাকেরগঞ্জ উপজেলাকে একটি সুন্দর ও আদর্শ বাকেরগঞ্জ গড়তে চাই ৷ একটি সুশৃঙ্খল বাকেরগঞ্জ গড়তে আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করতে চাই।’

তিনি বলেন, সুন্দর সমাজ গড়তে হলে সুন্দর মানুষের প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে চায় ৷ একটি আদর্শ সমাজ গড়তে চায় ৷ 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার অডিটরিয়ামে বাকেরগঞ্জ উপজেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুন্নবী বলেন, ছাত্র জনতা জুলাই বিপ্লবে সুন্দর স্বপ্ন দেখিয়েছে ৷ তারা আমাদের আলো দেখিয়েছে ৷ পথ চলার প্রেরণা যুগিয়েছে ৷

তিনি বলেন, জামায়াত এমন একটি সংগঠন যারা টেন্ডার, চাঁদাবাজি, দখলদারিত্বে বিশ্বাসী নয়। আমাদের একটি মাত্র অঙ্গীকার জনগণের জানমাল রক্ষায় সংগঠনের প্রতিটি কর্মী অতন্ত্র প্রহরীর মত মাঠে কাজ করে যাবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। বাংলার জমিনে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠায় যত ধরনের পরীক্ষা আসুক ধৈর্য্যর সঙ্গে তার যেন মোকাবিলা করতে পারি। তবে শরীয়াহ্ আইনের সাংঘর্ষিক কোনো মতবাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই।

তিনি আরও বলেন, আপনারা গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। আপনাদের লিখনীর মাধ্যমে গোটা জাতির কাছে আমাদের সমাজ গঠনের ম্যাসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তিনি সাংবাদিকদের সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ৷

বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, বাকেরগঞ্জ পৌরসভার আমীর মাওলানা মো. নুরুল হক ৷ 

সভায় বাকেরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ রিপোর্টারস ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মোহসীন হোসেন মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন ৷

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা