রাউজান (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪২ পিএম
চট্টগ্রামের রাউজানে বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের জানাজার সময়। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে আসর গহিরা এজেওয়াইএমএস বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জানাযার নামায অনুষ্ঠিত হয়।
এর আগে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়। শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়। প্রয়াত এই রাজনীতিবীদকে শেষ বারের মত একনজর দেখতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।
গত মঙ্গলবার ভোরে রাজধানীর নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান। তৎক্ষণাৎ স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল্লাহ আল নোমান মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেন। পরে জিয়াউর রহমানের সময়ে বিএনপিতে যোগ দেন। তার মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।