× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাই-গোবর স্তূপের আগুনে পুড়েছে ৬ পরিবারের বসতবাড়ি

নীলফামারী সংবাদদাতা

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ পিএম

ফায়ার সার্ভিস সদস্যদের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

ফায়ার সার্ভিস সদস্যদের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রবা ফটো

নীলফামারী সদর উপজেলায় আগুনে পুড়েছে ছয় পরিবারের বসতবাড়ি। ছাই-গোবরের স্তূপ থেকে এ আগুনের সূত্রপাত হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কচুকাটা ও রামনগর ইউনিয়নের মধ্যবর্তী মাগুরাপাড়ায় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে পুড়ে ছাই হয়ে গেছে ছয়টি পরিবারের অন্তত ২০টি ঘর ও আসবাবপত্র। ভুক্তভোগী সহিদুল্লাহর পরিবার জানায়, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জমানো চার লাখ টাকা পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ভুক্তভোগীদের বাড়িতে মেশিন দিয়ে ধান মাড়াই করতে দেখা গেছে। এর পর মাড়াইয়ের খর জমানো হচ্ছিল ছাই-গোবরের স্তূপে। এখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে পুড়ে ছাই হয়ে গেছে সফিয়ার রহমান, সহিদুল্লাহ, মশিউর রহমান, সিরাজুল ইসলাম, সন্তাজ হোসেন ও আব্দুল মান্নানের বসতবাড়ি। ঘরে থাকা ধান-চাল কিছুই উদ্ধার করতে পারেনি পরিবারগুলো। এ ছয় পরিবারের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজ উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে আসতে কিছুটা বিলম্ব হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি অক্ষত থাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা