ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৯ পিএম
ফেনী জেলা যুবদলের নতুন কমিটি থেকে যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মামুনকে অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন মামুন গত ২২ ফেব্রুয়ারি অন্য অঙ্গ সংগঠনে দায়িত্বে থাকার কারণ দেখিয়ে স্বীয় পদে দায়িত্ব পালনের অপারগতা প্রকাশ করে কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এর আগে, ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করা হয়।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ৫ সদস্যের একটি আংশিক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সালাহ উদ্দিন মামুন।