চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪০ পিএম
বিজিবির হাতে জব্দ ৪টি স্বর্ণের বার। প্র্রবা ফটো
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে হুদাপাড়া সীমান্ত এলাকা থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। বিজিবি ব্যাটালিয়ন-৬ এর সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির সদস্যরা একই গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুন (৩৫) এর বসতবাড়ির নিকটে একটি পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা গোয়াল ঘরের ভিতর থেকে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
বিজিবি আরও জানায়, এ ব্যাপারে নায়েক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।