× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা পাড়ের মাটি কাটায় ৪ জনের দুই লাখ টাকা জরিমানা

চাঁদপুর সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ০৭:২৮ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ০৭:৪৮ এএম

আটককৃত চার ব্যক্তি। প্রবা ফটো

আটককৃত চার ব্যক্তি। প্রবা ফটো

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে মেঘনা নদীর পশ্চিম পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে আটক ৪ ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

চাঁদপুর নৌ থানায় আটক ব্যক্তিদের শনিবার (৩ ডিসেম্বর) রাতে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ।

আটক ব্যক্তিরা হলেন- শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা এলাকার জামাল সরদার, বড়গুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ এলাকার ওয়ারেছ আলী শিকদার, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার লাচ্চু খাল এলাকার ইয়াছিন ও মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আসাইল এলাকার রুবেল শেখ।

সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ রাত ১০টায় এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নদীর পাড়ের মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল ইব্রাহীমপুর ইউনিয়নের আলুপাড়ায় নদী তীরে মাটি কাটা অবস্থায় ৪ ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে চাঁদপুর নৌ থানা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করেন বলেও জানান তিনি।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা স্পীডবোট নিয়ে প্রশাসনের সঙ্গে অভিযানে সহযোগিতা করেন। আটক ব্যক্তিদের জরিমানা শেষে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা