× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামনগরে ভুয়া ডিজিএফআই আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৬ পিএম

ভুয়া ডিজিএফআই শেখ জয়নুল আবেদিন। ছবি: সংগৃহীত

ভুয়া ডিজিএফআই শেখ জয়নুল আবেদিন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে এক ভুয়া ডিজিএফআইকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার গোডাউন মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ভুয়া ডিজিএফআই হলেনÑ খুলনার শিরোমনি পূর্ব পাড়া গ্রামের শেখ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে শেখ জয়নুল আবেদিন (৩২)।

জানা গেছে, শেখ জয়নুল আবেদিন যশোর ক্যান্টনমেন্টে বাংলাদেশ সেনাবাহিনী লেন্স কর্পোরাল পদে চাকরি করতেন। ৩ মাসের ছুটি কাটানোর পরও তিনি চাকরিতে যোগদান করেনি। ছুটিতে এসে তিনি ৩-৪ মাস যাবত শ্যামনগর উপজেলায় বিভিন্ন স্থানে ঘুরাফেরা করেন এবং বিভিন্ন ব্যক্তির নিকট হতে ডিজিএফআইয়ের পরিচয় প্রদান করে টাকা গ্রহণ করেন। পরে দোকানদারদেরকে ভয় দেখিয়ে জিনিসপত্র নিয়ে থাকেন এমন অভিযোগের ভিত্তিতে শ্যামনগরে কর্মরত ডিএসবি সুমন হোসেন তাকে নজরদারিতে রাখেন। ডিএসবির সহায়তায় শুক্রবার ভুয়া ডিজিএফআইকে আটক করে পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, ‘যেহেতু তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিল সেকারণে তার বাহিনীকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা