× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

রাজশাহী অফিস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭ পিএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। প্রবা ফটো

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। প্রবা ফটো

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হেতেমখাঁ বড় মসজিদ (জাদুঘর মোড়) থেকে মিছিলটি শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাহেব বাজার বড় মসজিদের সামনে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমীর ড. কেরামত আলী বলেন, ‘রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ তৈরি করছে। সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ, সিন্ডিকেটের মাধ্যমে জনগণের পকেট কাটা হচ্ছে। ভর্তুকি দিয়ে হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং রমজানে খেজুরের ওপর শুল্ক সম্পূর্ণ মুক্ত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করতে গণহত্যার বিচার করতে হবে এবং ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গঠনে সংস্কার প্রয়োজন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর নায়েব আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাৎ হোসাইন ও আব্দুস সামাদ, কর্মপরিষদ সদস্য অধ্যাপক এমকেএম সরোয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, আশরাফুল আলম ইমন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান সোহেল, ডাঃ হাসানুজ্জামান, হাফেজ নুরুজ্জামান, মাওলানা রুহুল আমিন, মোহাম্মদ সালাউদ্দিন ও ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমরান নাজির।

সমাবেশ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রমজানের পবিত্রতা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা