লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৪ পিএম
প্রবা ফটো
লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ এলাকায় দ্রুতগামী নৈশ্যকোচের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চাচা ও ভাতিজির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালের দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর।
নিহত চাচার নাম রমজান আলী ওরফে বাদশাহ (৫০), তিনি কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীখাতা পাটোয়ারীটারী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। ভাতিজি খাদিজা তুল কোবরা ওরফে খুশী(২৫) একই এলাকার খুরশিদ আলমের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাতিজি খাদিজার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক পদে চাকরির পরীক্ষা থাকায় সকালে তাকে নিয়ে চাচা রমজান মোটরসাইকেলে করে লালমনিরহাট যাচ্ছিলেন। পথিমধ্যে স্বর্নামতি ব্রিজের পশ্চিম পাশে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে বুড়িমারীগামী নাভিলা পরিবহনের (ঢাকা মেঃ ব-১২-৩১০৮) নামের একটি যাত্রীবাহী নৈশকোচের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলেই রমজান নিহত হন ও মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত খাদিজাকে স্থানীয়রা উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রেফার করেন। পরে অ্যাম্বুলেন্স যোগে গুরতর আহত খুশীকে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
দলগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওয়ারেছ আলী বলেন, ‘কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে খুশীর (খাদিজা) মৃতদেহ নিয়ে আসা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। সৃষ্টিকর্তা পরিবারটিকে এই শোক সহ্য করার শক্তি দিন এই দোয়া করি।’
আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালককে পাওয়া যায়নি।