× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে বেলাশহর এলাকাস্থ ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা। পৌনে ১১টায় প্রশাসনের হস্তপেক্ষে আন্দোলনকারী অবরোধ প্রত্যাহার করলে ঘুরতে শুরু করে গাড়ির চাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ সাথে কাজ করছে। 

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান- দুই মাস আমাদের বেতন দিচ্ছে না মালিক পক্ষ। দুই মাসের বেতন কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া। এ মাসে আমাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দেয়। এতে আমরা ঘর ভাড়া দেয়া থাক দূরের কথা, ভাত পর্যন্ত খেতে পারছি না। আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি। আমরা আমাদের ন্যায্য পাওনাদাবিতে মহাসড়কে অবস্থান নিলে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীরা এসেও আমাদের সরিয়ে দেয়।

এদিকে, আজ কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপি’র সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সাথে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন জানান, তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। সকালে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিক পক্ষের সাথে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করবো বলে আশ্বস্ত করি। আমাদের কথার ওপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। 

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে যানজট দীর্ঘ হয়। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আমাদের হাইওয়ে পুলিশ। দুপুরের মধ্যে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও বেতন-ভাতা ঠিকমতো পরিশোধ না হওয়ার দাবি তুলে বেশ কয়েকবার মহাসড়ক অবরোধ করেন ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা