× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৪ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২১ পিএম

ওসি শফিকুল ইসলাম। ফাইল ফটো

ওসি শফিকুল ইসলাম। ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালত তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার জেলা পুলিশ লাইনস থেকে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, সম্প্রতি ‍ওসি শফিকুল ইসলাম ভাঙ্গা থানায় যোগদান করেছেন। পরে গণঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি সমাজমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়।

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল। সে মামলায় ওয়ারেন্ট হলে ফরিদপুর থেকে ঢাকার ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার নম্বরটি এ মুহূর্তে পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা