সিলেট অফিস
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৭ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট-ঢাকা মহাসড়কের কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতু দিয়ে ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাবের সংস্কার চলবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। এজন্য ১০ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল।
সেতু বন্ধ থাকায় শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যান চলাচল সাময়িক বন্ধ থাকবে। ভ্রমণকারী ও পরিবহন চালকদের শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহার করতে বলা হয়েছে। সওজের পক্ষ থেকে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।