× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামলার ভয়ে মাদকসহ আটক আসামি ছেড়ে দিল ডিবি

রাজশাহী অফিস

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৬ এএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীতে অভিযানে গিয়ে হামলার হাত থেকে বাঁচতে মদকসহ আসামি ছেড়ে দিয়েছে ডিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর মতিহার থানার পদ্মাতীরবর্তী জাহাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মাদকসহ ধরা পড়া আসামির নাম শাকিল। তাকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে অভিযানে থানা পুলিশের এক সদস্য জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই জাকিরের নেতৃত্বে ডিবির একটি টিম রাজশাহী নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। এ সময় ওই এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আনুমানিক ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিলকে আটক করা হয়। অভিযান টের পেয়ে ওই দোকানে এসে জড়ো হন শাকিলের সহযোগীরা। এ সময় তারা ডিবির টিমকে চতুর দিক থেকে ঘিরে ধরে। এক পর্যায়ে ডিবির ওপর  হামলার উপক্রম হলে ডিবি সদস্যরা আটক শাকিলকে ছেড়ে দিতে বাধ্য হন।

রাজশাহী মহানগর ডিবির উপপুলিশ কমিশনার (ডিসি) মাইনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান ছিল। ওই অভিযানে নগরীর মতিহার থানার জাহাজঘাট এলাকার এক যুবককে মাদকসহ আটক করে ডিবির টিম। এ সময় তার সহযোগীদের সহায়তায় আটক ওই যুবক পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।

এদিকে জাহাজঘাট এলাকায় ২০১৮ সালে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছিল ডিবির টিম। ওই ঘটনায় ডিবির একাধিক সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর ৬ অক্টোবর রাতে জাহাজঘাটসংলগ্ন চরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি আলমগীর হোসেন আলো নিহত হন। রাজশাহীতে মাদক চোরাচালানের জন্য চিহ্নিত এলাকাগুলোর মধ্যে জাহাজঘাট অন্যতম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা