× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

বগুড়া অফিস ও সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫১ পিএম

যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর চরাঞ্চলে চুরি-ডাকাতি, মাদক কারবারিদের তৎপরতা বৃদ্ধিতে চরাঞ্চলের অর্ধশত গ্রামে বসবাসরত ৬০ হাজার মানুষ নিরাপত্তাহীনতায়। জানমালের নিরাপত্তায় আবারও একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি তুলেছেন চর শোনপচা চরের বাসিন্দারা। 

সম্প্রতি ফাঁড়ি স্থাপনের দাবিতে চর শোনপচা চরের বাসিন্দারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।

বগুড়া শহর থেকে পূর্বদিকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সারিয়াকান্দি উপজেলার আয়তন ৪০৮ বর্গকিলোমিটার। যমুনা নদীর অব্যাহত ভাঙন এবং গতিপথ পরিবর্তনে উপজেলার প্রায় অর্ধেকটাই এখন চরবেষ্টিত। ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি পুরোপুরি এবং আরও ৫টি ইউনিয়নের আংশিক এলাকা এখন চর হিসেবে যমুনার বুকে জায়গা করে নিয়েছে। নদীপথে ২ থেকে ১৫ কিলোমিটার দূরের বিচ্ছিন্ন ওই জনপদে জলদস্যুসহ দুর্বৃত্তদের তৎপরতা বন্ধে ২০০৮ সালে চর চালুয়াবাড়ি ইউনিয়নের সুজালীপাড়ায় অস্থায়ী একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই সেটি নদীগর্ভে বিলীন হওয়ায় সেখানে নতুন করে আর ক্যাম্প করা হয়নি। জেলা পুলিশ নান্দিনার চরের পুলিশ ফাঁড়ির আদলে একটি তদন্ত কেন্দ্র স্থাপনে ২০১০ সালের ১৯ অক্টোবর প্রস্তাবনা পুলিশ সদর দপ্তরে পাঠালেও কাজের কাজ কিছুই হয়নি। 

থানা পুলিশের তথ্যমতে, গত দেড় দশকে চরাঞ্চল এবং মাঝ নদীতে ডাকাতি ও ছিনতাইয়ের অর্ধশত ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় ডাকাতির ঘটনা হয় ২০১৪ সালের ৭ জুলাই রাতে। ওইদিন ৪০-৫০ জনের একদল সশস্ত্র ডাকাত নৌকাযোগে বাটিয়ার চরে হানা দিয়ে ২৮টি গরুসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে। প্রতিরোধে ডাকাতদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক মহিলাসহ ৭ জন আহত হয়েছিল। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও চরাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন না করায় শুষ্ক মৌসুমে ছিঁচকে চোর, মাদককারবারি এবং জুয়াড়িদের তৎপরতা বেশি। মূল ভূখণ্ড থেকে নৌকাযোগে পুলিশ আসতে সময় লাগে বলে দুর্বৃত্তরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। নদীতে যখন পানি বাড়বে তখন ডাকাতদের আনাগোনাও বাড়বে। 

চর কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা গ্রামের খায়রুল ইসলাম জানান, সদর ইউনিয়নের বাটিয়ার চর, বোহাইলের নৈখোলা, কাজলার বেড়া পাঁচবাড়িয়া, বেনীপুর, কর্ণিবাড়ির মিলনপুর, তালতলা ও মূলবাড়ি এবং চালুয়াবাড়ির সুজালিপাড়া এবং মিটনারপাড়ায় ডাকাতির ঘটনা বেশি ঘটে। যারা অবস্থাসম্পন্ন খামারি তারা গরু-মহিষ সরিয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু সামর্থ্যহীনদের ঝুঁকি নিয়েই চরে পড়ে থাকতে হয়। বর্ষা মৌসুমে গরু রক্ষায় তাদের রাত জেগে পাহারা দিতে হয়। কিন্তু তার পরেও ডাকাতি ঠেকানো যায় না। 

মানববন্ধনে আরও বক্তব্য দেনÑ স্থানীয় চিকিৎসক মোহাম্মদ আলী, এরশাদ আলী, স্কুল শিক্ষক ইসমাইল হোসেন, বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আয়েন উদ্দিন, যুবদল নেতা নাদিম মাহমুদ আবুল, শাহ আলম তালুকদার, রাশেদ বাবু, শ্রমিকদল নেতা আব্দুর রহমান ও ইসলামী কাফেলার সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা প্রমুখ।

বগুড়া পুলিশের মিডিয়া বিভাগের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, সারিয়াকান্দির ৪টি ইউনিয়ন পুরোপুরি নদীর মধ্যে। ওইসব অঞ্চলে অপরাধমূলক তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের অবকাঠামো প্রয়োজন, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা