× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাকর্মীদের হামলায় চার পুলিশ আহত, আটক সাত

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ০০:৪০ এএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ০০:৪২ এএম

বিএনপি নেতাকর্মীদের হামলায় চার পুলিশ আহত, আটক সাত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপি নেতাকর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের কুড়িঘাট মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় নিজেদের কার্যালয়ে প্রস্তুতি সভা করে বিএনপির নেতাকর্মীরা কুড়িঘাট মোড়ে অবস্থান নেয়। খুররম খান নামে এক আসামি সেখানে আছে- আমাদের কাছে এমন খবর ছিল। সেই আসামিকে ধরতে গেলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়। ককটেল নিক্ষেপসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তারা হামলা করে। পুলিশের গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করা হয়। এতে চারজন পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, আহত চার পুলিশ সদস্য হলেন-এসআই মজিবুর রহমান, এএসআই ফজলুল হক, এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ ও কনস্টেবল আজাদ হোসেন কবীর। তাদেরকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

আটককৃতরা হলেন-তানভির হাসান রানা, বিল্লাল হোসেন, নাঈম হোসেন নিয়াজি, শাহ আলম, সোহরাব উদ্দিন, ইঞ্জিনিয়ার মোস্তফা সারোয়ার সুমন ও রিপন মাস্টার।

হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট একেএম মুনজুরুল ইসলাম জুয়েল জানান, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা শেষে চা পান করার সময় পুলিশ গিয়ে সাতজনকে আটক করে নিয়ে যায়। পরে কুড়িঘাট মোড়ে ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের ওপর কোনো হামলা করা হয়নি।

পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু বলেন, আটককৃতদের বিরুত্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা