চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৫ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৮ পিএম
মাসুদ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশের শীর্ষ সন্ত্রাসী মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল চন্দনাইশ উপজেলার পূর্ব চৌধুরী পাড়া নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মাসুদের বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় বিস্ফোরক, অস্ত্র, মাদক, মাটি কাটা ও চাঁদাবাজির মামলা রয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর ফজলে রাব্বীর নেতৃত্বে একটি দল মাসুদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে চন্দনাইশ থানার মাধ্যমে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর দায়িত্বরত মেজর ফজলে রাব্বী ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।