× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জ স্বর্ণপট্টি

বিএসটিআই কর্মকর্তাদের ওপর জুয়েলারি ব্যবসায়ীদের হামলা, গ্রেপ্তার ১

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারপিটের শিকার হয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ৪ জন কর্মকর্তা ও কর্মচারী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্বর্ণপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে ওই দিন রাতেই নূরুল আহসান হুসাইন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মামলা করেছে বিএসটিআই কর্তৃপক্ষ।

এ দিকে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সকল জুয়েলারি দোকান।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার দুপুরে শহরের স্বর্ণপট্টি এলাকায় অভিযানে যায় বিএসটিআইয়ের ৪ সদস্য। এ সময় তারা বিভিন্ন জুয়েলার্সে স্বর্ণ পরিমাপের ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ যাচাই করছিলেন। এ সময় তারা হোসাইন জুয়েলার্সের সামনে গেলে ব্যবসায়ীদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মারপিট করা হয়।

আহতদের মধ্যে বিএসটিআইয়ের পরিদর্শক হাসিবুর রহমানকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনার পর সকল দোকান বন্ধ করে দেয় ‍জুয়েলারি ব্যবসায়ীরা।

অপরদিকে নূরুল আহসান হোসাইনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে মামলা করলেও বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি গোপালগঞ্জ বিএসটিআইয়ের উপ পরিচালক মিঞা মো. আশরাফুল আলম।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বিএসটিআই কর্তৃপক্ষের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা