সাভার প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৯ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৪ পিএম
প্রবা ফটো
সাভারে রহিম আফরোজ কারখানায় ফায়ার স্টিমবুসার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- অলিউর রহমান ও হয়জুদ্দিন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার রহিম আফরোজ কারখানায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মালামাল নিয়ে একটি গাড়ি সাভারে রহিম আফরোজ কারখানায় আসে। দুপুরে সেখানে মালামাল নামানোর সময় হঠাৎ ফায়ার স্টিমবুসার বিস্ফোরণ ঘটে এবং দুই শ্রমিক নিহত হন।
বিস্ফোরণের খবর পেয়ে মঙ্গলবার বিকালে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে স্টিমবুসার মুখ অসর্তকতায় খুলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।