× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বই হোক আপনার আমৃত্যু সঙ্গী : ড. জিয়াউদ্দীন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘সবসময় বই কিনবেন, পড়ুন আর না পড়ুন। বই পড়া হচ্ছে একটা জার্নি। আপনি একইসঙ্গে সকল দেশে সকল ধর্মে সকল বর্ণে সকল বয়সে প্রবেশ করতে পারবেন, শুধুমাত্র বই পড়ে। যা আপনি কখনো দেখেননি, বই আপনাকে সেটারও সন্ধান দিয়ে দেবে। ফলে আমি বলব, বই হোক আপনার আমৃত্যু সঙ্গী।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারুণের উৎসব উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আয়োজিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসনের উদ্যোগে ৬ দিনব্যাপী এই বইমেলার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বই প্রথমত পড়ার জন্য কিনবেন। যদি পড়তে না চান তাও বই কিনবেন। বইটি নিয়ে যদি বাসায় রাখেন, বাসায় যারা দেখতে আসে, তারা অন্তত বলবে রুচিমানের মানুষ এখানে থাকে। যদি আপনার বাসায় কেউ না আসে, তবুও আপনি বই কিনবেন। কেননা আপনার যেন এই আত্মবিশ্বাস থাকে, ওই বইটি আমি পড়িনি, কিন্তু আমার কাছে আছে। আপনি যদি আত্মবিশ্বাস না থাকে তাহলেও আপনি বইটি কিনবেন। এ কারণেই কিনবেন, আপনার সেলফটি যেন সুন্দর দেখায়। তাও যদি আপনার ইচ্ছে না করে সেলফ সুন্দার দেখার দরকার নেই, তবুও আপনি বই কিনবেন। যে এ বই পড়ে যে লেখক ও যে বিক্রেতা তার পেশা নিয়ে বেঁচে থাকতে চায়, সে বেঁচে থাকুক আপনার বই কেনার মাধ্যমে।’

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা