× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে ফ্লাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪২ পিএম

প্রৈবা ফটো

প্রৈবা ফটো

চাঁদপুরে ফ্লাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেঝেতে স্ত্রী ও বেডরুমে স্বামীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের ১০ নং ওয়ার্ডের শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ঢাকা যাত্রাবাহী এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)।

তারা শাহজাহান পাটওয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় ৫-৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী শিউলির পরিচালিত ইউনিভশন নামের নিজস্ব একটি ওষুধ কোম্পানি রয়েছে। একত্রে তারা দুজন কাজ করতেন। 

ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৫-৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলীর মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবগত করি। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত শিউলী আক্তারের মা খুরশিদা জানান, সবুজ আমার মেয়ের ২য় স্বামী। সকাল থেকে শিউলীর মোবাইল ফোনে একাধিকবার কল করি। কিন্তু সে কল রিসিভ না করায় তার বাসায় এসে দেখি ভেতর থেকে দরজা বন্ধ। পরে বাড়ির মালিক ও পুলিশের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাফসান ও রাফি নামের শিউলীর আগের ঘরের দুটি সন্তান রয়েছে।

ছেলে রাফসান ও রাফি জানান, আমরা মায়ের সাথে থাকতাম না। আমরা শহরের চেয়ারম্যানঘাট এলাকার একটি ভাড়া বাসায় থাকি। মা সে ভাড়ার টাকা দিতো। 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। স্বামী সবুজ ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী শিউলী ঘরের মেঝেতে পড়ে ছিল।

তবে, সবুজের স্ত্রী শিউলীর গলায় কালো চিহ্ন রয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা