ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৪ পিএম
সোমবার মধ্যরাতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে দুই চিহ্নিত ডাকাতকে চাকুসহ গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাদেরকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের জগন্নাথপুর উত্তর পাড়া এলাকার জারি ও চণ্ডিবের মধ্যপাড়া এলাকার সুমন মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও দুই ডাকাত পালিয়ে যায়। এদিকে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে দুইজনের কাছে দুইটি চাকু পাওয়া যায়।
এ বিষয়ে রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, ভৈরবে অধিকহারে চুরি, ছিনতাই ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রেলওয়ে জংশন সংলগ্ন কবরস্থান রোড এলাকায় প্রতিনিয়ত ছিনতাই ও ডাকাতি হচ্ছে।
তিনি বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলার আসামি সুমন ও তার সহযোগী জারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের সহযোগী আরও দুইজন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতির কথা স্বীকার করে বলেছেন, ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রী ও সাধারণ পথচারীদের চাকু দিয়ে ভয় দেখিয়ে তাদের মোবাইল, নগদ টাকা স্বর্ণালংকার ও মূল্যবান দ্রব্যাদি ডাকাতি করে ছিনিয়ে নেয় তারা। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।