যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ পিএম
প্রবা ফটো
যশোরে আমেরিকা-ইউরোপ-অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে আরব আমিরাতে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের কর্মকর্তারা তাকে আটক করে। পরে সিআইডির কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেন।
গ্রেপ্তার নবীন হোসন ওরফে সাগর মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার ভিটি হোগলা বাঘাইকান্দি গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা লাহুড়ীচর খামার ঘোপ গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে নয়ন মোল্লা অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সাগরকে বিভিন্ন সময়ে কয়েকটি মোবাইল ফোনের বিকাশ নাম্বারের মাধ্যমে ১৮ লাখ টাকা প্রদান করেন। এরপর পরপরই সেই সব মোবাইল ফোনের নাম্বারগুলো বন্ধ করে দেয়। উপায় না পেয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পায় যশোর সিআইডি পুলিশ। পরে প্রযুক্তির মাধ্যমে তাকে সনাক্ত করা হয়। সে যেন দেশ ছেড়ে না পালাতে পারে তার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বক্তিয়ার রহমান বলেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও কানাডায় লোক পাঠানোর কথা বলে প্রতারক সাগর প্রায়ই ২ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, অন্তত ১৫ থেকে ২০ জনের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেছে সে। এসব টাকা ২৬টি বিকাশ একাউন্টের মাধ্যমে নেওয়া হয়েছে।
যশোর সিআইডি পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গ্রামগঞ্জের সহজ সরল মানুষদের উন্নত রাষ্ট্রে নেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে করেছে। এসব বিষয়ে অধিকতার অনুসন্ধান চলছে। তার ব্যাংক হিসাবগুলো খোঁজ করা হচ্ছে। তাছাড়া তার সঙ্গে আর কারা কারা জড়িত আছে সে বিষয়ে অনুসন্ধান চলছে। তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।