রাজশাহী অফিস
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯ পিএম
ছবি: সংগৃহীত
চলন্ত ট্রেন থেকে দুটি বগি ছুটে গেলে ওভাবেই রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। এর পর নিকটস্থ হরিয়ান স্টেশন এলাকায় ট্রেনটি পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।এরপর বগি দুটি বেলপুকুর পর্যন্ত ছুটে চলে। যদিও ওই বগি দুটিতে কোনো যাত্রী ছিল না।
রাজশাহী স্টেশন সূত্রের দেয়া তথ্য মতে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। এরপর হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায়। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি আনা হয় হরিয়ান স্টেশনে। ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্য যাত্রা করে।
হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, বগিগুলেতে কোন যাত্রী ছিল না। লাইনে বগি থেমে থাকায় তিতুমীর ট্রেনের সময় খানিকটা নষ্ট হয়।