× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ পিএম

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রবা ফটো

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রবা ফটো

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

কমিটিকে আগামী সাতদিনের মধ্যে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনে এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহর স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, তদন্ত কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য যুক্ত করতে পারবে।

তদন্ত কমিটিতে রাঙামাটি পার্বত্য জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনকে আহ্বায়ক ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য ৩ সদস্য হলেন- রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সহকারী পরিচালক এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দীঘিনালা) সহকারী প্রকৌশলী।

এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের অবকাশ ম্যানুয়েল রিসোর্টসহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় ৯০-৯৫টির বেশি স্থাপনা ভস্মিভূত হয়েছে। এদিকে মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা