গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৭ পিএম
গাইবান্ধায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা আহত হয়েছেন। আহতদের মধ্যে সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশের অবস্থা গুরুতর।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরিফুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান মেলায় ঘুরতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্তা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনজনই গুরুতর আহত হন। শরিফুল ইসলামের পেটের একটু উপর থেকে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে। অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের রাতেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার প্রতিবাদে রাতেই শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে রাত ১২টার দিকে তারা গাইবান্ধা সদর থানা ঘেরাও করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ মিয়া বলেন, ‘ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যক্কারজনক প্রচেষ্টা। আমরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ওসি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সাথে সম্পৃক্ত সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।