× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সিগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. জীবন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জীবনও নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায়, জীবন বিবাহিত। তার স্ত্রী ও সন্তান রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো সাইফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের নানা বাড়ির পাশে খেলাধুলা করছিল ৭ বছরের শিশু। এ সময় কৌশলে বাড়ির পাশের আড়ালে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জীবন। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা ও নানী ছুটে আসলে জীবন পালিয়ে যায়। পরে ওইদিন রাত সাড়ে ৭টার দিকে স্বজনরা শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই শিশুর বাড়ি নারায়ণগঞ্জের বন্দরে। মা-বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল মুন্সিগঞ্জে। এ ঘটনায় রাতেই শিশুটির বাবা বাদী হয়ে জীবনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম জানান, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। ধর্ষণ হয়েছে কি না- সেটি ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শিশুটিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার  উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, হাসপাতালের মাধ্যমে আমরা ঘটনাটি জানতে পারি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ধর্ষণ হয়েছে কি না- তা ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। কিন্তু প্রাথমিক তদন্তে ধর্ষণের চেষ্টা করা হয়েছে- এটা নিশ্চিত হওয়া গেছে। তাই এ ব্যাপারে দুটি বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। প্রথম অবস্থায় ধর্ষণের চেষ্টা মামলা হলেও পরবর্তীতে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণ আসলে তা হবে ধর্ষণ মামলায় স্থানান্তরিত হবে। তবে হাসপাতালে এসে শুনেছি-  বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে নিশ্চিত। আপস-মীমাংসার কোনো সুযোগ নাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা