× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে মধ্যরাতে যানবাহনে র‍্যাবের তল্লাশি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৩ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ পিএম

নোয়াখালীতে মধ্যরাতে যানবাহনে র‍্যাবের তল্লাশি

চুরি, ডাকাতি ও ডাকাতি ঠেকাতে মধ্যরাতে নোয়াখালীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১ এর সদস্যরা। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলার চৌমুহনী চৌরাস্তায় র‍্যাব-১১ সিপিসি-৩ সদস্যদের বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা যায়। এর আগে সন্ধ্যায় সেনবাগে ও দিনের বেলায় বেগমগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র‍্যাব।

জানা গেছে, চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা দিন-রাত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। এসময় র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালান। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্য ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমরা রাত দিন বিভিন্ন উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। ইতোমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। কখনো যৌথবাহিনী আবার কখনো একক অভিযান আমরা চালাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে জানানোর অনুরোধও করছি। যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে, ততোদিন এই কার্যক্রম চলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা