নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ পিএম
চুরি, ডাকাতি ও ডাকাতি ঠেকাতে মধ্যরাতে নোয়াখালীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১১ এর সদস্যরা। এ সময় প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে জেলার চৌমুহনী চৌরাস্তায় র্যাব-১১ সিপিসি-৩ সদস্যদের বিভিন্ন গাড়ি তল্লাশি করতে দেখা যায়। এর আগে সন্ধ্যায় সেনবাগে ও দিনের বেলায় বেগমগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র্যাব।
জানা গেছে, চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা দিন-রাত চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে। এসময় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিভিন্ন প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালান। কাউকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্য ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে আমরা রাত দিন বিভিন্ন উপজেলায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি। ইতোমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়েছে। কখনো যৌথবাহিনী আবার কখনো একক অভিযান আমরা চালাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে জানানোর অনুরোধও করছি। যতদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে, ততোদিন এই কার্যক্রম চলবে।’