ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬ এএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৪ পিএম
রাজমিস্ত্রি সাহেব মিয়া। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরবে নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আরেক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে পৌর শহরের কালীপুর মধ্যপাড়া জয়নাল হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাজমিস্ত্রির নাম সাহেব মিয়া। তিনি শহরের কালীপুর রামশঙ্করপুরের মানিক মিয়ার ছেলে। আহত যুবক নরসিংদী রায়পুরা উপজেলার গৌরিপুরের বিল্লাল মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুর জয়নাল হাজির বাড়িতে একটি ছয় তলা ভবনে প্লাস্টারের কাজ করছিলেন সাহেব ও বিল্লাল। একসময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তারা। বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। উভয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় যাওয়ার পথে সাহেবের মৃত্যু হয়। বিল্লালকে ঢাকায় নেওয়া হয়েছে।
সাহেবের স্বজন সিয়াম মিয়া বলেন, ‘অভাবের সংসার সাহেবের। তার একটি এক বছর বয়সি কন্যাসন্তান রয়েছে। প্রতিদিনের মতো সকালে কাজে গিয়েছিলেন তিনি। তবে লাশ হয়ে বাড়ি ফিরলেন। কী হবে তার সংসারের।’
ভবনের ইঞ্জিনিয়ার ফুরকান মিয়া এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তারা দুজন ভালো রাজমিস্ত্রি। অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হয়েছেন। আমি বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করিয়েছি। তার অবস্থা কিছুটা ভালোরন দিকে। সাহেবের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করে যাব।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ‘ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনাটি আমার জানা নেই। যেহেতু জেনেছি, আমি খোঁজ নিচ্ছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’