× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫ এএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬ এএম

নোয়াখালীতে ঘরে ঢুকে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে বিএনপি নেতা জিয়াউল হক ইনুর মা তাছলিমা বেগম রোজিকে (৬০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশের প্রাথমিক ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি  চুরি করতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতা জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।  তাছলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোজি বাবার বাড়িতে একটি ঘরে একা থাকতেন। রাত ৮টার দিকে তার ঘর থেকে শব্দ শুনতে পান প্রতিবেশীরা। তারা ঘরে ঢুকে দেখতে পান রক্তাক্ত অবস্থায় রোজি মেঝেতে পড়ে আছেন। পাশে একটি রক্তমাখা ধামা। দ্রুত জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।


ঘটনাস্থল পরিদর্শনকারী অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ভুক্তভোগীকে বাড়ির অন্য লোকজন গুরুতর জখম অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে ডাক্তার মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি  চুরি করতে গিয়ে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে একই গ্রামের তারেক নামে এক যুবককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা