× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম!

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মেহেদী হাসান সানি নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বাহিদয়া এলাকায় এই ঘটনা ঘটে। 

জখম হওয়া মেহেদী হাসান সানি বাহিদয়া এলাকার কামরুল হাসানের ছেলে ও পাকুন্দিয়া সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী।

অভিযুক্ত দুলাল একই বাহাদিয়া মধ্যপাড়া এলাকার মৃত তালেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল প্রায়ই বিভিন্ন জায়গায় প্রকাশ্যে মাদক সেবন করে। রবিবার বিকালে সানিদের বাড়ির পাশে এসে মাদক সেবন করছিল। এ সময় সানি বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয় দুলাল। এক পর্যায়ে তার হাতে থাকা চাকু দিয়ে সানিকে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সানিকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে  তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, সানির অণ্ডকোষসহ একাধিক জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অতিরিক্ত রক্ত বের হচ্ছে। আমরা সাধারণ চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

পাকুন্দিয়া থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই অপরাধীকে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা