× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদের রাজনৈতিক দলকে স্বাগত জানাই : রওনকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেছেন, ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে। তাদের স্বাগত জানাই। তবে নতুন দল গঠনের পর তারা জনগণের মাঝে আসুক, জনগণের সাথে মিশুক, তারপর জনগণই তাদের জবাব দিবে কিভাবে তাদের গ্রহণ করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার উজিরপুরের ধামুরা হাইস্কুল মাঠে আয়োজিত মরহুম ডাক্তার শাহজাহান ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলার আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণরা রাজনীতিতে এসে প্রবীণদেরও যেন সম্মান জানান। তরুণ ও প্রবীণদের সমন্বয়ে আমরা নতুন বাংলাদেশ চাই। 

এ সময় তিনি জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথাও স্মরণ করেন।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েলের বাবার নামে আয়োজিত টুর্নামেন্টে আসতে পেরে আমরা খুশি। এত বড় আয়োজন ও লোকসমাগম দেখে ভালো লাগছে।

অনুষ্ঠানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এলে বরিশালের স্টেডিয়ামে সব ধরনের খেলার আয়োজন করা হবে। দেশের তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে রাখতে বিএনপি ও ছাত্রদল কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজন করবে ছাত্রদল ও বিএনপি। নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে কাজ করা হচ্ছে।

এদিকে এমন আয়োজন দেখতে পেরে খুশি উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বাসিন্দারা। ভবিষ্যতেও যেন এমন টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই দাবি জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, সোহাগ গাজী, তানভীর ইসলাম। আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা