× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মানবতার সেবায় দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম

‘মানবতার সেবায় দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামী’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘বাংলাদেশ অতি দরিদ্র একটি দেশ। প্রচুর সম্ভাবনা থাকার পরেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুঃশাসনের কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় বরিশাল অঞ্চলের উপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার কারণে দারিদ্রতার হার দেশের অন্য অঞ্চল থেকে বেশি। নানান প্রতিকূলতায় গড়ে ওঠেনি পর্যাপ্ত শিল্প কারখানা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নগরীর কিংফিশার রেস্টুরেন্টের হলরুমে জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 
জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ছিন্নমূল, কর্মহীন ও অসুস্থ মানবতার সেবায় একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকে নানাবিধ ভূমিকা পালন করতে হয়। এজন্য জামায়াতের শুভাকাঙ্ক্ষী ও বিত্তশালীদের সাদাকাহ ও যাকাতের অর্থ দিয়ে কল্যাণ তহবিল পরিচালনা করা হয়। আর্থিক সহযোগিতার ব্যাপারে জামায়াত কোনো ধর্ম-বর্ণ দেখে না। ব্যক্তি সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রে যোগ্য কি না সেটাই মূল বিবেচ্য বিষয়। জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারগুলোকে আমরা সাধ্যমতো সহযোগিতা করেছি। কল্যাণ তহবিলের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আমানতদারিতা নিশ্চিত করা হয়। চলতি বছরে আমাদের বেশ কিছু সমাজকল্যাণমূলক কাজের পরিকল্পনা রয়েছে, সুধীজনদের কাছ থেকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা পেলে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।

মহানগরীর সমাজসেবা সম্পাদক শামীম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল। আরও বক্তব্য দেন মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ ও উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।


অনুষ্ঠানে ২০২৪ সালে বাস্তবায়িত সমাজসেবামূলক কার্যক্রমের উপরে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা