নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘বাংলাদেশ অতি দরিদ্র একটি দেশ। প্রচুর সম্ভাবনা থাকার পরেও অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুঃশাসনের কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় বরিশাল অঞ্চলের উপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার কারণে দারিদ্রতার হার দেশের অন্য অঞ্চল থেকে বেশি। নানান প্রতিকূলতায় গড়ে ওঠেনি পর্যাপ্ত শিল্প কারখানা।
মহানগরীর সমাজসেবা সম্পাদক শামীম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল। আরও বক্তব্য দেন মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আতিকুল্লাহ ও উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।
অনুষ্ঠানে ২০২৪ সালে বাস্তবায়িত সমাজসেবামূলক কার্যক্রমের উপরে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।