× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে প্রধানমন্ত্রীর সফর

দুই দিনে আধা কিলো সড়ক সংস্কার

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২ ১৮:২৫ পিএম

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২ ১৯:২৪ পিএম

সংস্কার হওয়া সড়ক। ছবি : প্রবা

সংস্কার হওয়া সড়ক। ছবি : প্রবা

কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত পাঁচ কিলোমিটার প্রধান সড়ক। এই সড়কের সংস্কার শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। তত্বাবধানে রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু সড়কের সংস্কার দুর্ভোগ টানা তিন বছর ধরে চলে। বাকি দুই কিলোমিটারের মধ্যে আধা কিলোমিটারের কাজ শেষ হলো মাত্র দুই দিনে। তাও আবার এই সংস্কার হলো আগামী ৭ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফর ঘিরে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে কার্পেটিংয়ের মাধ্যমে কক্সবাজার পৌরসভা থেকে শহরের হলিডে মোড় পর্যন্ত এই আধা কিলোমিটার সড়কের সংস্কার শেষ হয়।

দ্রুত সময়ে এই অংশ সংস্কার করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন শহরের আলীর জাহান এলাকার রিকশাচালক আব্দুল গফুর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। তার আগমন উপলক্ষ্যে অন্তত সড়কের কিছু অংশের কাজ দ্রুত শেষ করেছে কর্তৃপক্ষ।’

সড়ক সংস্কার নিয়ে ফখরুল আলম নামে স্থানীয় এক ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘খুব সুন্দরভাবে কাজ চলছে। এই পথ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যাবেন... প্রধানমন্ত্রীর আগমনে কক্সবাজারের বিমানবন্দর থেকে হলিডে মোড় পর্যন্ত পুরোদমে রাস্তার কাজ চলছে।’

প্রধানমন্ত্রী যেন বার বার কক্সবাজার সফর করেন এবং পুরো শহর ঘুরে দেখেন এমন প্রত্যাশা করেছেন স্থানীয় ব্যবসায়ী আবু জাফর। তবে প্রশ্ন তুলেছেন সড়ক সংস্কারের বিলম্ব নিয়ে। তিনি বলেন, ‘আধা কিলোমিটার সড়ক সংস্কার দুই দিনে শেষ হলো। পাঁচ কিলোমিটার সড়কের কাজ তিন বছরেও শেষ হলো না কেন?’

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী সদস্য লেফটন্যন্ট কর্নেল খিজির খান বলেন, ‘কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে আধা কিলোমিটার সড়ক দুই দিনের মধ্যে সংস্কার করা হয়েছে। পৌরসভা মোড় থেকে হলিডে মোড় পর্যন্ত কার্পেটিং এই আধা কিলোমিটার সড়ক কার্পেটিং করা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধান সড়কের পৌরসভা মোড় থেকে পশ্চিমের হলিডের মোড় পর্যন্ত কার্পেটিং প্রকল্প নির্ধারিত ছিলো। প্রকল্প মতে পৌরসভা থেকে হাশিমিয়া মাদ্রাসা পর্যন্ত আড়াই কিলোমিটার আরসিসি ঢালাই দেয়া হয়েছে। সেখান থেকে বাস টার্মিনাল পর্যন্ত অপর অংশও কার্পেটিং হবে। পুরো প্রকল্পের কাজ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা