× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জে‌লে‌দের রক্ষায় জলদস্যুদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে : ‌ফ‌রিদা আখতার

মনপুরা (ভোলা) প্রতি‌বেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৪ পিএম

জে‌লে‌দের রক্ষায় জলদস্যুদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে : ‌ফ‌রিদা আখতার

মৎস‌্য ও প্রা‌ণিসম্পদ উপ‌দেষ্টা ফ‌রিদা আখতার ব‌লে‌ছেন, জলদস‌্যু‌দের হা‌তে আর যা‌তে কোনো গরীব জে‌লেসহ কেউ ক্ষ‌তিগ্রস্ত না হয় সেজন‌্য জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপু‌রে ভোলার মনপুরা উপ‌জেলার কলাত‌লি ইউনিয়‌নের চালচরে জে‌লে‌ নিবন্ধন হালনাগাদ সংক্রান্ত মত‌বি‌নিময় সভা শে‌ষে তি‌নি সাংবা‌দিক‌দের এসব কথা ব‌লেন।

ফরিদা আখতার বলেন, ‌প্রকৃত জে‌লে‌দের তথ‌্য নি‌য়ে স্বচ্ছভা‌বে জে‌লে নিবন্ধন করা হ‌বে। এ ক্ষে‌ত্রে কোনো রাজ‌নৈ‌তিক প্রভাব কা‌জে আস‌বে না। এছাড়াও আমরা এখন বর্তমা‌নে চেষ্টা কর‌ছি নি‌ষেধাজ্ঞাকা‌লীন জে‌লে‌দের না‌মে বরাদ্দকৃত ২৫ কে‌জি চা‌লের প‌রিবর্তে ৪০ কে‌জি করা ও ৪০ কে‌জির প‌রিবর্তে ৫০ কে‌জি করা । এবং চা‌লের সঙ্গে ডাল ও তেল দেওয়ার দাবি জে‌লে‌দের ন্যায্য দাবি। আমরা সেই দাবি পূর‌ণের চেষ্টা করব।

তিনি বলেন, অবরোধকালীন সময়ে যেন ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় এসে অবৈধভাবে মাছ ধরতে না পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ মাছ ধরা রোধে ভারতের সাথে মিলিয়ে আমাদের নিষেধাজ্ঞা সময় নির্ধারণ করা হবে।

অন‌্যদি‌কে সাংবা‌দিক‌দের নৌ প‌রিবহন ও কর্মসংস্থান উপ‌দেষ্টা ব্রিগে‌ডিয়ালর জেনা‌রেল (অব.) ড. এম সাখাওয়াত হো‌সেন ব‌লে‌ছেন, জলদস‌্যু‌দের বিরু‌দ্ধে ক‌ঠোরভা‌বে ব‌্যবস্থা ও দ্রুত গ্রেপ্তারের জন‌্য পু‌লিশ‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবি অফিসার মাহতাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরও বক্তব‌্য দেন বাংলা‌দেশ মৎস‌্য উন্নয়ন করপোরেশনের অ‌তি‌রিক্ত স‌চিব সুরাইয়ার আখতার জাহান, ব‌রিশালে মৎস‌্য অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক নৃ‌পেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী প্রমুখ।

পরে উপজেলার নতুন তালিকাভুক্ত জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা পুরুষ জেলেদের পাশাপাশি নারী জেলেরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে উপদেষ্টাদ্বয় চরফ্যাশন উপজেলার কুকরি মুকরি চরের উদ্দেশে যাত্রা করেন। দুপুরে চর কুকরিমুকরিতে উপস্থিত হয়ে উপদেষ্টাদ্বয় নবনির্মিত লাইট হাউজ পরিদর্শন করেন। এবং মধ্যাহ্নভোজ শেষে  সন্ধ্যায় মনপুরায় ফিরে আসেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা