× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে খুন, স্ত্রী আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পঞ্চম বিয়ে করায় চতুর্থ স্ত্রীর হাতে খুন হয়েছেন মো. আলাউদ্দিন (৩৬) নামে এক যুবক। লোমহর্ষক ঘটনায় ঘাতক স্ত্রী নুর জাহানকে (২৩) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত দুইটার দিকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার মর্জিনার মার কলোনিতে এই ঘটনা ঘটে।

পুলিশ বলছে, না জানিয়ে বিয়ে করার ক্ষোভ থেকে স্বামীকে কুপিয়ে খুন করেছেন স্ত্রী নুরজাহান।

নিহত মো. আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। আটক স্ত্রী নুর জাহান নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের ৪র্থ স্ত্রী নুর জাহান। তিনি সম্প্রতি আবারও বিয়ে করেছেন। এই ঘটনা জেনে ক্ষুব্ধ হন নুর জাহান। এর জের ধরে শনিবার রাত দুইটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান।

এ প্রসঙ্গে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দেড় মাস আগে চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে আলাউদ্দিন পঞ্চম বিয়ে করেন। সেই স্ত্রীকে তিনি গ্রামের বাড়িতে রাখেন। পরবর্তীতে নুর জাহান বিষয়টি জানতে পেরে ক্ষোভ থেকে দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুন করেছে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর জাহান বিষয়টি স্বীকার করেছেন। এর আগে আলাউদ্দিন তিন স্ত্রীকে তালাক দেয়। ৯ বছর আগে চতুর্থ স্ত্রী হিসেবে নুর জাহানকে বিয়ে করেন আলাউদ্দিন। তাঁদের এক সন্তানও রয়েছে।

ওসি আরও বলেন, নিহত আলাউদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিনের ভাই মামলা করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা