× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২১ পিএম

সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পিরোজপুরের দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিভিল সার্জনসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জেলা হাসপাতালের পৌনে ২ কোটি টাকার ওষুধ ও এমএসআর সামগ্রী কেনায় গড়মিল পাওয়ায় ৪ চিকিৎসক, স্টোরকিপার ও চার সরবরহকারীর বিরুদ্ধে এ মামলা করেছে দুদক।

মামলার আসামিরা হলেনÑ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ও সার্ভে কমিটির সভাপতি ডা. ফারহানা রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার আলামীন গাজী এবং ওষুধ সরবরাহকারী এসএম সামসুর আরেফীন (নাজিরপুর), হানিফুল ইসলাম (ঢাকা), জহিরুল ইসলাম (মাগুরা) ও রাশেদুজ্জামান এরশাদ (গোপালগঞ্জ)।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার পিরোজপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক শরীফ শেখ বাদী হয়ে এ মামলা করেন। মামলার নথিসূত্রে জানা যায়, সরবরাহকৃত ওষুধ ও এমএসআর সরবরাহকারী চারটি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২০২৪ অর্থবছরে ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্য চিকিৎসাসামগ্রী) সরবারাহের জন্য চুক্তিবদ্ধ ছিলেন। সরবরাহের কার্যাদেশ অনুযায়ী ওই চারটি প্রতিষ্ঠান (সাউথ বাংলা করপোরেশন, উইড্রা বিডি, আনহা মেডিকেল টেকনোলজি, মেডি স্কয়ার) সামগ্রী সরবরাহের অনুকূলে হাসপাতালের সার্ভে কমিটি সভাপতিসহ দুই সদস্যকে এক কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও সামগ্রী বুঝে উল্লেখিত অর্থ পরিশোধ করে।

এ বছরের ২৭ জানুয়ারি দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে হাসপাতালের স্টক রেজিস্টার ও ওষুধ এবং এমএসআর সামগ্রী বাস্তব পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করে। নিরীক্ষার সময় ২০২৩-২০২৪ অর্থবছরের সরবরাহ করা ওষুধ ও এমএসআর সামগ্রী স্টক রেজিস্টারে অন্তর্ভূক্ত করা থাকলেও প্রকৃতপক্ষে তা স্টোরে পায়নি দুদক।

২৭ জানুয়ারি দুদকের অভিযানের পর ২ ফেব্রুয়ারি ঘাটতি ওষুধ ও এমএসআর সামগ্রী পূরণের জন্য আসামিরা তা সমন্বয়ের জন্য একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুদের চেষ্টা করেন। দুদকের একটি টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকটি আটক করে। এসব অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুদক মামলাটি করেছে। আরও জানা যায়, পরবর্তী সময়ে তদন্তকালে এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের আসামি করা হবে। এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মামলা বিষয়ে তার কিছু জানা নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা