× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে প্রবাসীর লাশের অপেক্ষায় স্বজনরা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৩ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৪ পিএম

আক্কাস আলী। ছবি: সংগৃহীত

আক্কাস আলী। ছবি: সংগৃহীত

প্রবাসী আক্কাস আলীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকে হতহম্ভ ও বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারসহ স্বজনরা। গত ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবে মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে মেয়ে হোসনে আরা (১৪), শিশু সন্তান স্বাধীন (৮) ও বড় ছেলে অমিসহ (১৯) পরিবার স্বজনেরা দিশেহারা। মৃতদেহ দেশে ফেরা নিয়ে রয়েছে না সংকট ও জটিলতা।

সুখের আশায় ২ বছর ৪ মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্বিপুর গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে আক্কাস আলী। যাওয়ার ৩ মাস পর থেকে অবৈধভাবে প্রবাসজীবন কাটাতে থাকে। অনাহারে অর্ধাহারে কেটেছে জীবনের অনেকটা সময়। 

গত বুধবার রাতে বুকে ব্যথা নিয়ে স্ত্রী সুরাইয়ার সাথে শেষ কথা হয় তার। এদিকে প্রবাসী আক্কাস আলীর বাবা আলাউদ্দিন মোল্যাও গত ৩ মাসে মৃত্যুবরণ করেছে।

জমি বিক্রি ও ধারদেনা করে একই উপজেলার জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের আমজেদ মুসল্লির ছেলে মিকাইলের মাধ্যমে সৌদি আরবে গিয়েছিল। মিকাইল তখন সৌদি আরবে অবস্থান করছিল। প্রবাসী আক্কাস আলী সৌদি আরবে যাওয়ার ৩ মাস পর অবৈধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে গত জানুয়ারি মাসে প্রবাস জীবনের প্রথম উপার্জিত টাকা পরিবারের কাছে পাঠায়।
স্ত্রী সুরাইয়া বলেন, সাড়ে ৭ লাখ টাকা দিয়ে মিকাইলের মাধ্যমে সৌদি আরব গিয়েছিল আমার স্বামী, এ কেমন প্রবাস জীবন শুধু পালিয়ে থাকতে হয়। আমাদের সঙ্গে প্রতারণা করেছে দালাল মিকাইল।  তার বিচার হওয়া দরকার। লাশ দেশে আসা নিয়ে তৈরি হয়েছে নানা জটিলতা।

আর কত জীবন নিয়ে খেলা করবে মিকাইল নামের দালালরা। বিচার কি তাদের হবে না? শতকষ্ট বুকে বেঁধে পরিবারের সুখের আশায় বিদেশ পাড়ি দেওয়া রেমিটেন্স যোদ্ধাদের না বলা অনেক কথা থেকে যায় অগোচরে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা