চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০১ পিএম
প্রবা ফটো
চট্টগ্রামে ‘দোকানে তেল নেই বলা’ দোকানির বাসায় অভিযান চালিয়ে ৬০ লিটার তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ওই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চেরাগী পাহাড় এলাকায় স্বপন স্টোর ও ওই দোকান মালিকের বাড়িতে অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।
একই সময় বোতলের ওপর প্রকৃত মূল্য মুছে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে আরও তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানা করা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে শরীফ স্টোরকে ৫০ হাজার, আরেকটি প্রতিষ্ঠানকে ৩ হাজার এবং অপরটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
ফয়েজ উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত দামে তেল বিক্রি এবং মজুতের বিরুদ্ধে নগরীর চেরাগী পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানে শরীফ স্টোরে গিয়ে দেখি প্রতিষ্ঠানটি মোড়কের মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছে। প্রতিষ্ঠানটি দুই লিটার তেলের বোতল ৩৪৫ টাকার জায়গায় ৩৮০ টাকায় বিক্রি করছিল। পাশাপাশি দোকানের ডিসপ্লেতে তেল না রেখে পেছনে মজুত করে রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি।’
স্বপন স্টোরের বিষয়ে তিনি বলেন, ‘স্বপন স্টোর আমাদের জানিয়েছিল তার কাছে তেল নেই। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল তার কাছে তেল আছে। পরে আমরা তার বাসায় অভিযান চালিয়ে ৬০ লিটার তেল খুঁজে পাই। এছাড়াও তিনি এক লিটার তেলের দাম চেয়েছেন ২০০ টাকা। কিন্তু গায়ে লেখা ১৭৫ টাকা। এসব কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’