× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম

হবিগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৩৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইপক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘ দিন ধরে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। একপর্যায়ে তারা দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। দুপুরে সিএনজিচালিত স্ট্যান্ড দখলে নেওয়ার চেষ্টা করে তকদির ও আজিবুর গ্রুপের লোকজন। এতে বাধা দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ও তার লোকজন। এরই জের ধরে বিকালে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষের লোকজন সংঘর্ষে ফের জড়িয়ে পড়েন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হাসান বলেন, সিএনজিচালিত স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এ নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা